বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

পিতৃ-মাতৃহারা প্রদীপের শূন্যতা পূরণ হবার নয়### পাইকগাছায় পিতার মৃতদেহ বাড়ীতে রেখে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ

বিশেষডেস্ক ॥
পাইকগাছায় গড়ইখালী ইউপিতে এক পিএসসি পরীক্ষার্থী বাড়ীতে বাবার মৃতদেহ রেখে পরীক্ষা শেষে বাবার শেষকৃত্য সম্পন্ন করেছেন। মর্মস্পর্শী হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে উপজেলার বাইনবাাড়িয়ার কাঁঠালতলা চকে। দক্ষিণ বাইনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়নাথ মন্ডল জানিয়েছেন-স্থানীয় বৈকন্ঠ মন্ডল (৩২) বুধবার ভোরে অকাল মৃত্যু হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে মৃত বৈকন্ঠের পিএসসি পরীক্ষার্থী পুত্র প্রদীপ মন্ডল শোকের মাঝে পিতার সবদেহ বাড়ীতে রেখে সময়সূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় দায়িত্বরত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসলামুল হক মিঠু বলেন-এ শূন্যতা পূরনের নয়, প্রদীপের পরীক্ষা ভাল হয়েছে, চোখে কান্না নিয়ে পরীক্ষায় দিলেও পরীক্ষা ভাল হয়েছে। পরীক্ষা শেষে পিতৃহারা শোকাতুর প্রদীপ স্থানীয় শশ্মানঘাটে পিতার শেষকৃত্য সম্পন্ন করেন।  উল্লেখ্য ১০ মাস পূর্বে সড়ক দূর্ঘটনায় হতভাগ্য প্রদীপের মাতৃবিয়োগ ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় প্রদীপের সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন