৩ ইউপি ও ১ ওয়ার্ডে ঝুলে গেছে;
বিশেষপ্রতিনিধি
বিশেষপ্রতিনিধি
পাইকগাছায় অপেক্ষার পালা শেষে ১০ টির মধ্যে ৩ ইউপি ও ১ টি ওয়ার্ড বাদে দরিদ্রপরিবারের মাঝ খাদ্য বান্দ্ধব কর্মসূচির ১০টাকায় ৩০কাজি চাল বিতরন শুরু হয়েছে । খাদ্য গুদাম কর্মকর্তা তরুন বালা মঙ্গবারে লস্করের একাংশ, কপিলমুনি, গড়ুইখালি, সোলাদানা এ চাল বিতরনের কথা জানিয়ে বলেন, ৭ ইউপির নিয়োগ প্রাপ্ত ডিলাররা বিতরনের জন্য এ পর্যন্ত ২৩৭ মেঃ টন ৩৬০কেজি চাল উত্তোলন করেছেন বলে জানিয়েছেন । এদিকে চাদখালী ইউপি চেয়ারম্যান জোয়াদ্দুর রসুল বাবু ও লস্করের আলমতলাস্থ ৪নং ওয়ার্ড সদস্য হারুন জমাদ্দারের বিরুদ্ধে তালিকা তৈরীতে অনিয়ম-স্বজনপ্রীতি ও অপরদিকে তালিকা অনুমোদন এর অভাবে গদাইপুর ও হরিঢালী ইউপিতে এ কর্মসুচি আপাতত বন্ধ রয়েছে বলে উপজেলা খাদ্য অধিদপ্তর জানিয়েছেন। ইতোপূর্বে ৫ মাস এ কর্মসুচি নিয়ে বার -বার তালিকা করে একাধিক বার তা সংশোধনী, অভিযোগ, পাল্টা অভিযোগ এমনকি ডিলার নিয়োগ বাতিল, মামলায় জড়িয়ে বর্তমানে এক ইউপি সদস্য ও নিয়োগ বাতিল ডিলার জেল হাজতে রয়েছে। এদিকে মঙ্গলবার সকলে লস্করের ১১৭৮ তালিকাভূক্তির মধ্যে গতকাল বাইনতলায় ১, ৫, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৫৭৮ সুফলভোগিদের মাঝে চাল বিতরন কার্যক্রমের উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান কে.এম.আরিফুজ্জামান তুহিন। এ সময়ে উপস্হিত ছিলেন ট্যাক অফিসার সুমন চৌধুরী ,ইউপি সদস্য রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন হাসানুজ্জামান, মিনতি মিস্ত্রী, প্রকাশ মন্ডল, ও ডিলার শফিকুল ইসলাম, এদিকে নীতিমালা অনুশরণ না করে চুড়ান্ত তালিকা উপজেলা কমিটির অনুমোদন না মেলায় একটি ওর্য়াডও তিন ইউনিয়ন এ চাল বিতরন কার্যক্রম বন্ধ আছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ উল মোস্তাক জানিয়েছেন। স্বল্প মূল্যে চাল প্রাপ্তিতে সুফলভোগিরা সরকারের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দীর্ঘায়ু কামনা করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন