বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

পাইকগাছায় এমপি পুত্র শেখ রফিকুল আর নেই; বিভিন্ন মহলের গভীর শোক

ডেস্কনিউজ ॥
খুলনা-০৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের ছেলে বিশিষ্ট যুবলীগ নেতা শেখ রফিকুল ইসলাম রফিক (৪০) আর নেই। তিনি বৃহস্পতিবার সকাল ৮ টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ............. রাজিউন। শুক্রবার বিকাল ৩ টায় পাইকগাছাস্থ নিজ গ্রাম পুরাইকাটী ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, আ’লীগনেতা গাজী রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান, রতন ভদ্র, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, রাড়–লী কলেজের অধ্যক্ষ গোপাল ঘোষ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের অধ্যক্ষ হরে কৃষ্ণ দাশ, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আব্দুল গফ্ফার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, গাজী জুনায়েদুর রহমান, রুহুল আমিন বিশ্বাস, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, উপজেলা পূজা পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সম্পাদক আলাউদ্দীন রাজা, উপজেলা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরীফ, সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মিথুন মধু, সহ-সভাপতি দেবব্রত রায় ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়। উল্লেখ্য, এমপি পুত্র শেখ রফিকুল ইসলাম গত ১ বছরেরও অধিক সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিল। ৯০এর গণ আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল যুবলীগ নেতা শেখ রফিকুল ইসলামের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন