রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

পাইকগাছায় ইউএনও’র প্রস্তাবিত শহীদ মালেক মেমোরিয়াল স্টেডিয়াম পরিদর্শন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রস্তাবিত শহীদ মুক্তিযোদ্ধা মালেক মেমোরিয়াল স্টেডিয়াম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক। তিনি শনিবার দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারস্থ স্টেডিয়াম পরিদর্শন কালে প্রস্তাবিত স্টেডিয়াম এলাকা উন্মুক্ত ও পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। একই সাথে তিনি স্টেডিয়ামের নির্ধারিত জায়গা থেকে টোল আদায় না করার জন্য ইজারাদার লিয়াকত আলীকে নির্দেশ দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সবুর সরদার, প্রভাষক রবীন কর্মকার, অশোক ঘোষ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন