রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬

হত্যায় জড়িতদের ফাঁসির দাবি; পাইকগাছায় ঘাতকের হাতে নিহত বাবুর স্মারণ সভা প্রতিবাদে রূপ নেয়

বিশেষ প্রতিনিধি।। 
খুলনার পাইকগাছায় ঘাতকদের হাতে নিহত পুষ্পেন্দু বিকাশ বাবু’র স্মরণে অনুষ্ঠিত সভা প্রতিবাদ সভার রূপ নেয়। বক্তারা এই হত্যা মামলার পালাতক আসামী, অর্থযোগান ও মদদাতাদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করে ফাঁসির দাবী জানিয়েছেন। গতকাল সকালে পাইকগাছা-কয়রার দু’ উপজেলার সীমান্তে শুড়িখালী বাজারে এলাকাবাসীর ডাকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও শিক্ষকগন এ স্মরণসভায় যোগদান করলে এক পর্যায়ে প্রতিবাদ সভায় রূপ নেয়। গড়–ইখালীর আ’লীগ নেতা বিজন রায়ের সভাপতিত্বে ও প্রশান্ত কুমারের পরিচালনায় বক্তব্য রাখেন- চান্নিরচক কলেজিয়েটের অধ্যক্ষ হরপ্রসাদ মন্ডল, সহকারী প্রধান শিক্ষক রাজিব রাছাড়, মনোরজ্ঞন সরদার, অমরেন্দু মন্ডল, সূর্য কান্ত মন্ডল, পল্লী চিকিৎসক মিজান, শিক্ষক চিত্তরজ্ঞন বিশ্বাস, হিলাল উদ্দিন, বিপ্লব মন্ডল, তরুন বিশ্বাস, বিজয় রায়, পিনাকি মন্ডল, বিশ্বজিৎ দে, দিবাকর মন্ডল, মানবেন্দ্র নাথ প্রমুখ। ইতিমধ্যে জেলহাজতে আটক আসামী শামীম আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন বলে এ মামলার তদন্ত কর্মকর্তা এস, আই স্বপন রায় জানিয়েছেন। হত্যাকান্ডের পিছনে জমির বিরোধ, অর্থ লেনদেন সহ নারী সংশ্লিষ্টতা বিষয় নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সুত্রে জানা গেছে এর পেছনে নারী ঘটিত বিষয়টি বেশ স্পষ্ট হয়ে উঠেছে এবং পুলিশ পশ্চিম বাইবাড়িয়ার গৌর নামে এক সার ডিলার ব্যবসায়ী যুবককে খুঁজছেন বলে জানা গেছে। উল্লেখ্য মঙ্গলবার রাত ৮ টার পর বাবু শুড়িখালী বাজার থেকে মটরসাইকেলযোগে বাড়ীর কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা গতিরোধ করে তাকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। অনুসন্ধানের পর পরদিন জনতা হত্যাকান্ডে জড়িত উদ্ধারকৃত অবৈধ মটরসাইকেল মালিক শামীমকে আটক করে পুলিশে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা লোহার রড়, দা, ছুরি ও একটি অবৈধ মটরসাইকেল উদ্ধার করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন