শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

কামাল সভাপতি, এন ইসলাম সাগর সম্পাদক ####পাইকগাছা কম্পিউটার, ফটোষ্ট্যাট ও স্টুডিও সমিতি গঠন

পাইকগাছা প্রতিনিধি॥
কামাল হোসেনকে সভাপতি এন ্ইসলাম সাগরকে সম্পাদক করে গঠিত হলো পাইকগাছা কম্পিউটার, ফটোষ্ট্যাট ও স্টুডিও সমিতি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারের আল-মদিনা মার্কেটের নীচতলা আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়। প্রবীন ব্যবসায়ী হায়বাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি অজিতেষ মন্ডল, কোষাধ্যক্ষ শেখ সোহেল, সদস্য উদয় মন্ডল, সোহাগ ইসলাম ও কার্তিক চন্দ্র মন্ডল। সভায় সর্বসম্মতিক্রমে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন-পংকজ কুমার ঢালী, মিলন কুমার রায়, ইমন আহমেদ, ইয়াছিন, সঞ্জয় কুমার মন্ডল, ডাবলু হোসেন, কবির হোসেন, পলাশ মন্ডল, রাজীব মন্ডলসহ বাজারের কম্পিউটার, ফটোষ্টাট ও স্টুডিও মালিকবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন