বিশেষ ডেস্ক॥
জীবন সাহাহ্নে গদাইপুরের ঘোষাল মঠবাড়ীর ৭৫ বছরোর্দ্ধ আয়জান বিবি ভিক্ষাবৃত্তি জীবন থেকে সরে আসতে চায়। সরকারের ভিক্ষুকমুক্ত করণের অংশ স্বরুপ সোমবার দুপুরে নিজ দপ্তরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক আয়জান বিবিকে খাদ্য সহায়তা স্বরুপ চাল তুলে দেন। এ সময় ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, রিপন মন্ডল, দিবাকর বিশ্বাস ও রুহুল আমিন বিশ্বাস আর্থিক সহায়তাও প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন ভিক্ষুকমুক্ত করণের অংশ হিসাবে ইতোমধ্যে অনেককে পুনবার্সিত করা হয়েছে এবং অনেক সংস্থা ও প্রতিষ্ঠা এ বিষয়ে এগিয়ে আসছেন।
জীবন সাহাহ্নে গদাইপুরের ঘোষাল মঠবাড়ীর ৭৫ বছরোর্দ্ধ আয়জান বিবি ভিক্ষাবৃত্তি জীবন থেকে সরে আসতে চায়। সরকারের ভিক্ষুকমুক্ত করণের অংশ স্বরুপ সোমবার দুপুরে নিজ দপ্তরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক আয়জান বিবিকে খাদ্য সহায়তা স্বরুপ চাল তুলে দেন। এ সময় ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, রিপন মন্ডল, দিবাকর বিশ্বাস ও রুহুল আমিন বিশ্বাস আর্থিক সহায়তাও প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন ভিক্ষুকমুক্ত করণের অংশ হিসাবে ইতোমধ্যে অনেককে পুনবার্সিত করা হয়েছে এবং অনেক সংস্থা ও প্রতিষ্ঠা এ বিষয়ে এগিয়ে আসছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন