বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত দম্পত্তি; থানায় মামলা, আটক-১

পাইকগাছা প্রতিনিধি॥ 
পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক দম্পত্তি। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা করা হয়েছে বলে ভূক্তভোগী দম্পত্তি জানায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, আটক ১। মামলা তুলে নিতে বাদীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে বলে জানাযায়।
    সুত্রমতে-উপজেলার গোপালপুর গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সহিল উদ্দীন মিস্ত্রীর পুত্র পাইকগাছা কলেজের তৃতীয় শ্রেণীর কর্মচারী আজিবার রহমান (৪২) ঘটনার দিন গত ১৯ ডিসেম্বর প্রতিবেশি আব্দুল মজিদ গংরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজিবার রহমানের বসতবাড়ীতে আকষ্মিকভাবে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আজিবার ও তার স্ত্রী মোছাঃ ববিতা রহমানকে পিঠিয়ে গুরুত্বর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে ভূক্তভোগী দম্পত্তি চিকিৎসাধীন রয়েছে। এদিকে এ ঘটনায় আজিবার রহমান বাদী হয়ে ঘটনার দিন পাইকগাছা থানায় মোঃ আব্দুল মজিদকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন-একই গ্রামের আব্দুল মজিদ গাজীর পুত্র মোঃ ফারুক গাজী(৩০), আব্দুল মজিদ গাজীর স্ত্রী মোছাঃ নূরজাহান বেগম (৫০) ও মোছাঃ রোজিনা বেগম (৩৩) স্বামী মোঃ সাজ্জাত হোসেন, পাইকগাছা থানায় মামলা নং-১৪, তাং-১৯/১২/১৬। এদিকে ঘটনার ২ নং আসামী মোঃ ফারুক গাজীকে পুলিশ আটক করলেও অন্যান্য আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি প্রদর্শন করে যাচ্ছে বলে জানাযায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন