শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

পাইকগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতির অভিযোগ;তদন্ত শুরু

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছেন। জানাজানির পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে সুত্র জানিয়েছে। অভিযোগে জানা গেছে সদ্য সমাপ্ত বার্ষিক পরীক্ষার পূর্বে উপজেলার গড়–ইখালী ইউপির দক্ষিণ বাইনবাড়িয়ার সুন্দরবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র মন্ডলের মায়ের মৃত্যুর কারণে ঐ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বিজয় রায় বিশ্বস্থ মাধ্যমে কর্তৃপক্ষের নিকট থেকে প্রশ্নপত্র এনে প্রধান শিক্ষকের বাড়িতে পাঠান। অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তার ভাইপো জয়ন্ত এর মাধ্যমে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বিভিন্ন শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে হাতে লিখে বিভিন্ন ভাবে ফাঁস করেন। পরীক্ষার পূর্বে প্রশ্নপত্রের প্যাকেটের পিন ঢিলা বা নড়বড়ে দেখে সভাপতির সন্দেহ হলে বিষয়টি নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয় এবং অভিযোগের তীর প্রধান শিক্ষকের দিকে যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করেছেন। এলাকাবাসী জানিয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতীতে এ ধরনের নেতিবাচক অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের একটি অভিযোগ পেয়েছি এ কথা জানিয়ে সিনিয়র সহকারী শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার জানিয়েছেন তদন্ত চলছে, অভিযোগের প্রমান মিললে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক নরেশ চন্দ্র মন্ডল বলেন,আমাকে হয়রানি করার জন্য এধরনের অভিযোগ আনা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন