পাইকগাছার লস্করে প্রতিপক্ষদের বিরুদ্ধে আদলতের নির্দেশনা উপেক্ষা করে এক মুক্তিযোদ্ধা পরিবারের সম্পতি জবরদখলের চেস্টার অভিযোগ;পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে দখল চেষ্টার হুমকির প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিধির ১৪৪ধারা মতে এম আর মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে উপজেলা লস্কর গ্রাম ও মৌজার এস এ ১৫৮খতিয়ানে ১১৩৬সহ বিভিন্ন দাগে ৩একর ৮শতক সম্পত্তির মধ্যে ২৪শতক চাষী ও ডাঙ্গা জমি নিয়ে একই গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে মুক্তিযোদ্ধা ও গ্রাম পুলিশ এরফান আলি গং ও প্রতিবেশী অহেদ আলি সরদারের ছেলে শফিকুল ইসলাম গংদেও মধ্যে বিরোধ চলে আসছে। এ বিষয নিয়ে একাধিকবার মারপিট এর ঘটনা সহ আদালতে মামলা চলমান রয়েছে। মুক্তিযোদ্ধা ্এরফান আলি অভিযোগ করেছেন প্রতিপক্ষরা পেশীশক্তি বলে গত ৯নভেম্বর তাদেও রেকর্ডীয় সম্পত্তিতে গাছ কর্তন কওে জোর পূর্বক দখলের চেষ্টা করলে তারা বাধা দেয় এবং সর্বশেষ মুক্তিযোদ্ধার ভাই ওয়াজেদ আলি সরদার প্রতিপক্ষ শফিকুল গংদেও বিরুদ্ধে ১৪নভেম্বও পাইকগাছা নির্বাহী ম্যাজিষ্টেট আদলতে এম আর ৩৬০/১৬মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ নোটীশ জারি করলেও এ নির্দেশনা উপেক্ষা করে ৭ডিসেম্বও শফিকুল গংরা এ সম্পত্তিতে ঘেরা বেড়া দিয়ে দখল চেষ্টা করলে খবর পেয়ে পুলিশের এ এস আই সামছুর রহমান ঘটনাস্থলে গিয়ে দখল চেষ্টা রোধ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন