রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

আমি কি আবার স্কুলে ফিরতে পারবো? পাইকগাছায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিশার আকুতি

বিশেষ প্রতিনিধি ॥
আমি আবার স্কুলে ফিরতে চাই, বাঁচতে চাই, বন্ধুদের সাথে খেলতে চাই, কিন্তু আমি কি পারব আবার স্কুলে ফিরতে? অনেকের কাছে শুনেছি ক্যান্সার হলে নাকি মানুষ বাঁচে না। তাহলে আমিও কি বাঁচবো না। এমন মর্মস্পশী ভাষাতে সবার কাছে বাঁচবার আকুতি জানাচ্ছে পাইকগাছার ৯ম শ্রেণীর  মেধাবী শিশু ছাত্রী নওশীন আক্তার তিশা। পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তিশা গত ১ মাস মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তার হতদরিদ্র পিতা রেজাউল করিম বলছেন মেয়েটাকে বাচাবো কি করে? আমার সারা জবিনের সঞ্চয় যা কিছু ছিল সবই মেয়ের চিকিৎসায় খরচ করে ফেলেছি। আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য নিয়ে কিছুটা চিকিৎসা চালিয়েছি। আর কোন সহযোগিতা পাচ্ছি না। তাহলে কি টাকার অভাবে আমার ছোট্র মেয়েটিকে বাঁচাতে পারবো না। পিতা রেজাউল করিম আরো বলেন তিশা দুরারোগ্য ব্লাড ক্যান্সার (লিওকোমিয়া) রোগে আক্রান্ত। তার কেমোথেরাপিসহ সুচিকিৎসার জন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থের। আমার একার পক্ষে সম্ভব নয় চিকিৎসার এই ব্যয়ভার গ্রহণ করা। নিরূপায় হয়ে তাই দ্বারস্থ হয়েছি সাংবাদিকসহ সাধারণ মানুষের কাছে। আপনারা আমার মেয়ে তিশার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার মেয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়া মেধাবী ছাত্রী। সে আরো পড়তে চাই। চিকিৎসকের ভাষ্যমতে প্রাথমিক পর্যায়ে থাকায় সুচিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। তিশাকে সাহায্য পাঠাতে পারেন-কানিজ ফাতিমা রুম্পা (তিশার বড় বোন) ইসলামী ব্যাংক, পাইকগাছা শাখার হিসাব নং-২৯৩৭৮। যোগাযোগের ঠিকানা-০১৭৪২-০৪৮৯২৮।

পাইকগাছায় পেশাদার ৩ ছিনতাইকারী আটক

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় স্থানীয় জনতা ৩ পেশাদার ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, আমিনুর রহমান নামে এক টোব্যাকো কোম্পানির স্থানীয় ম্যানেজার রোববার দুপুর ১২টার দিকে দেবদুয়ার থেকে মটরসাইকেল যোগে ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে উপজেলা সদরে আসার সময় মটরসাইকেল যোগে ৩ ছিনতাইকারী তার পিছু নেয়। পথিমধ্যে কাটাখালী শিববাটী সড়কের সরণখালীস্থ মাঠামের গেট নামক স্থানে ছিনতাইকারীরা আমিনুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার কাছে থাকা কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমিনুর আত্মচিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা দ্রুতগতিতে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা কাটাখালী মোড় থেকে ছিনতাইকারী গল্লামারি এলাকার শাহাজাহানের ছেলে রবিউল (২২)কে এবং অপর দুই ছিনতাইকারী মুন্সীগঞ্জের শেখ মেছের আলীর ছেলে শাহ আলম (৩৭) ও দকোপের লক্ষ্মীখোলার ললিত মন্ডলের ছেলে জীবন (২৮) কে শ্রীকণ্ঠপুর এলাকা থেকে আটক করে। পরে থানার এসআই বাশার, আশিক ও মোমিনুর রহমান, এএসআই মহিবুল্লাহ ও জাহাঙ্গীর আটককৃতদের থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটককৃত ৩ জনই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

পাইকগাছায় শিশু চক্ষু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় শিশু চক্ষু রোগী সনাক্তকরণ, স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ ও চক্ষু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাইটসেভার্স এর উদ্যোগে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, প্যানেল মেয়র কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কাউন্সিলর রবি শংকর মন্ডল, সাইটসেভার্স এর প্রতিনিধি বনফুল চুমকি, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, কেয়ার বাংলাদেশের হামিদা আক্তার হাসি, সুশীলনের জাহানারা নার্গিস, নূরুল ইসলাম, রোজিনা, মনিরা, খন্দকার সুফিয়া, উজ্জ্বল কুমার মন্ডল, মিরাজুল ইসলাম, সুব্রত অধিকারী, ইন্দ্রজিত বিশ্বাস, আজিজুর রহমান, শহিদুল সরদার, অশোক ঘোষ, মাওঃ আবু সাদেক, জিএম জাকির হোসেন ও ব্র্যাকের সুপ্রিয়া রানী মৃধা।

পাইকগাছায় নবজাতক শিশুর পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ২ দিন ব্যাপী নবজাতক শিশুর পরিচর্যা বিষয়ক মায়েদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়ন ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহায়তায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। নার্গিস বানুর পরিচালনায় বক্তব্য রাখেন, অঞ্জু রানী, বিউটি রানী, অনিমা রানী, পান্না বেগম ও কামরুন্নাহার। প্রশিক্ষণে ৪০ জন মা, সেবিকা ও ধাত্রী অংশগ্রহণ করেন।

পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় ইউপি সদস্য আহত

পানির ট্যাংক বিতরণে অনিয়মের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পানির ট্যাংক বিতরণে অনিয়মের অভিযোগে আহ্বান করা প্রতিবাদ সমাবেশের প্রচার (মাইকিং) করার সময় ইউপি চেয়ারম্যানের লোকজন কর্তৃক আলমগীর খলিফা (৫০) নামে এক ইউপি সদস্যের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ইউপি সদস্যকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার দিকে লতা ইউনিয়নের বাহিরবুনিয়া এলাকায়। রোববার সকালে আহত ইউপি সদস্যকে হাসপাতালে দেখতে যান জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী ও নাহার আক্তার। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার লতা ইউনিয়নে ১৬টি পানির ট্যাংক বিতরণ করা হয়। বিতরণের পর এ নিয়ে অধিকাংশ ইউপি সদস্য ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ ট্যাংক গুলো প্রকৃত দুস্থদের মাঝে বিতরণ না করে ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস তিনি একক ভাবে কাউকে না জানিয়ে অনিয়ম তান্ত্রিক ভাবে সুফল ভোগীদের তালিকা প্রণয়ন করেন। এর প্রতিবাদে এলাকাবাসী রোববার বিকালে ইউনিয়নের লতা বাজারে এক প্রতিবাদ সমাবেশের আহ্বান করেন। শনিবার রাত ৮টার দিকে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য কৃষ্ণ রায় ও ৭নং ওয়ার্ড সদস্য আলমগীর খলিফা মটরভ্যান যোগে মাইকিং করে এলাকায় প্রতিবাদ সমাবেশের প্রচার করছিলেন। প্রচার ভ্যানটি বাহিরবুনিয়া মিন্টু গাজীর বাড়ির সামনে পৌছানোর পর সোহরাব হাওলাদার, অসিত মন্ডল ও আমিরুল গাজী নামে ৩ ব্যক্তি মটরসাইকেল যোগে এসে প্রচার ভ্যানে বসে থাকা ইউপি সদস্য আলমগীর খলিফার উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এতে আলমগীর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীরা সকলেই ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের লোক এবং প্রতিবাদ সমাবেশের প্রচার করায় এ হামলা চালানো হয় বলে ইউপি সদস্য কৃষ্ণ রায় জানিয়েছেন। এ ব্যাপারে  ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ঘটনার পর দুই পক্ষই মৌখিক ভাবে বিষয়টি অবহিত করেছে। তবে লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

পাইকগাছায় পিকআপ ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত- ১

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পিকআপ ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছে। আহত ইজিবাইক চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ, পিকআপের চালককে আটক ও ক্ষতিগ্রস্থ ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পাইকগাছা কয়রা সড়কে মাঠামের গেট নামক স্থানে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঘটনার দিন বিকালে প্রচুর বৃষ্টির মধ্যে কয়রার দিক থেকে একটি পিকআপ পাইকগাছার উদ্দেশ্যে এবং পাইকগাছা থেকে চিংড়ি পোনা বোঝায় একটি ইজিবাইক কয়রার উদ্দেশ্যে যাচ্ছিল পথিমধ্যে শিববাটী ও কাঁটাখালী বাজারের মধ্যবর্তী মাঠামের গেটনামক স্থানে পৌছালে পিকআপ ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইক চালক গুরুতর আহত হয় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে প্রায় ৩ লাখ টাকার চিংড়ি পোনা নষ্ট হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ইজিবাইক চালক হযরতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে খুলনায় প্রেরণ করেন। এদিকে দূর্ঘটনার এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থালে অভিযান চালিয়ে পিকআপটি জব্দ, চালককে আটক ও ক্ষতিগ্রস্থ ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে পোনা ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন জানান, ইজিবাইকে প্রায় ৩ লাখ টাকার চিংড়ি পোনা ছিল। যা দূর্ঘটনার কারণে প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। থানার এসআই মোমিনুর রহমান জানান, বৃষ্টির মধ্যে পিকআপ ও ইজিবাইকের গতি বেশি থাকায় দূর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

পাইকগাছায় মন্দির কমিটির সভাপতি দেবুকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি দেবব্রত রায়ের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। গতকাল তাকে জড়িয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচারের খবর প্রকাশিত হওয়ার পর হতবাক হয়েছেন এলাকাবাসী। পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পূজা পরিষদ নেতৃবৃন্দ।

প্রাপ্ত সূত্রমতে জানাগেছে, উপজেলার সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি দেবব্রত রায় একজন বিশিষ্ট সমাজসেবক। অনুরূপভাবে উপজেলা পূজা উদযাপন পরিষদের একজন দায়িত্বশীল নেতা। ধর্মীয় সংগঠনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন ভাবে তিনি এলাকার মানুষের পাশে থেকে উপকার করে থাকেন। তারএ সামাজিক কর্মকান্ডে ইর্শ্বানিত একটি কুচক্রী মহলের কুপ্ররচনায় গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অপপ্রচার ছড়ায়। কে এই দেবু, খুঁটির জোর কোথায় এবং এমপি’র নাম ভাঙ্গিয়ে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছেন সহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে জনৈক দেবুর নাম উল্লেখ করে নানা অপপ্রচার করা হয়। এ ব্যাপারে মন্দির কমিটির নেতৃবৃন্দ এ প্রতিবেদককে জানান, দেবব্রত রায় একজন সামাজিক ব্যক্তি। এলাকার কোথাও তার বিরুদ্ধে কোন অভিযোগ নাই। আহম্মদ আলী জানান, শুনেছি অপপ্রচার মূলক প্রতিবেদনে আমার বক্তব্য তুলে ধরা হয়েছে। অথচ এ ব্যাপারে কারো সাথে আমার কোন কথা হয়নি। দেবব্রত রায় জানান, আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে এলাকার একটি কুচক্রী মহল পরক্ষোভাবে আমাকে জড়িয়ে অপপ্রচার ছড়াচ্ছে। এখবর জানার পর একদিকে যেমন সচেতন মহল হতবাক হয়েছেন তেমনি পূজা পরিষদ নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলে মন্দির কমিটির সভাপতি দেবব্রত রায় জানিয়েছেন।

পাইকগাছায় ৮৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

পাইকগাছা প্রতিনিধি ॥
 পাইকগাছায় অভ্যন্তরীন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলার ৮৬টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভির আহম্মেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল।

পাইকগাছায় ছাত্রদল নেতৃবৃন্দকে নবনির্বাচিত নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাড়–লী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজ ছাত্র দলের নবনির্বাচিত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা ছাত্র দলের সভাপতি, সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক দিপংকর সরদার বাবু, প্রথম যুগ্ম-আহবায়ক এসএম নাজমুল হুদা মিন্টু, যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান, বাদশা আলমগীর, রাড়–লী কলেজ ছাত্রদলের সভাপতি আরমান মোড়ল, সাধারণ সম্পাদক গাজী ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আছাদুল ইসলাম, শাহরিয়ার, হৃদয়, ওয়াসিফ, আক্তারুল্লাহ, মাসুদ রানা, ফেরদৌস মোড়ল।

পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা ২০১৮ উপলক্ষে শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অভিভাবক দিপক কুমার মন্ডল, এ্যাডঃ অরুন জ্যোতি মন্ডল, শংকর মন্ডল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এলেনা জামান, সঞ্জিদা এনাম, আব্দুস সাত্তার, নাজমুল ইসলাম ফিরোজ, জুলি শেখ, শ্যামলী মল্লিক, তপতি রায়, শিক্ষক পঞ্চানন সরকার, আব্দুল ওহাব, ফজলুল আজম, অরবিন্দ হাজরা, প্রণব বিশ্বাস, রোকনুজ্জামান, জিন্নাতুন্নেছা পান্না, দিপংকর ফৌজদার, আনন্দ মন্ডল, শিক্ষার্থী ফারিহা, ইশিতা এনাম ঋতু, মুন্নি, অমরিকা সাহা নিশা।

বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

পাইকগাছায় জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে; বড় ভাইয়ের বিরুদ্ধে জমি বুঝে না দেওয়ার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জায়গা-জমি নিয়ে দুই সহোদর ভাইয়ের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। ছোট ভাইয়ের অংশ বুঝে না দিয়ে বড় ভাই ভোগ দখলে রেখে উল্টো ছোট ভাইকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
প্রাপ্ত অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাযায়, উপজেলার হাউলী প্রতাপকাটী গ্রামের মৃত গাজী বেলায়েত হোসেনের দুই ছেলে আছির উদ্দীন ও জিএম আজিরুদ্দিনের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। প্রাপ্ত সূত্রমতে, দুই ভাইয়ের প্রতাপকাটী মৌজায় আরএস ১২২, ১২৩ খতিয়ানে ১৯৩ ও  ১৯৪ দাগে ৪০ শতক এবং ১২৪ খতিয়ানের ১৮৪ দাগে ১৮ শতক ও হাউলী মৌজায় ২৪৪, ২৪৫, ২৪৬, ২৪৭, ৩৫৯ ও ৩৬২ খতিয়ানে ৪৮৩, ৪৮৪, ৪৮৫, ৪৮৬, ৪৯৩, ৪৯৫, ৪৯৭, ৪৯৮ ও ৪৯৯ দাগে মোট ৮১ শতক জমি রয়েছে। যার মধ্যে ছোট ভাই আজিরুদ্দীন প্রতাপকাটী মৌজায় ৪০ শতক জমির উপর এবং বড় ভাই আছির উদ্দীন হাউলী মৌজায় পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন পৃথক বসবাস করে আসছেন। উক্ত সম্পত্তির মধ্যে বড় ভাই আছির উদ্দীনের প্রতাপকাটী মৌজায় প্রাপ্য ১৩ শতক ও হাউলী মৌজায় ৩৫ শতক। অনুরূপভাবে ছোট ভাই আজিরুদ্দীনের বোনের খরিদকৃত সহ পৈত্রিক প্রাপ্য প্রতাপকাটী মৌজায় ২৭ ও হাউলী মৌজায় ৪১ শতক। পথিমধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিলে দুই ভাই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও পাল্টা সংবাদ সম্মেলন করে। বিভিন্ন দপ্তরের আনিত অভিযোগের শুনানী কালে ছোট ভাই আছির উদ্দীন কাউকে না জানিয়ে আজিরুদ্দীনের ভোগ দখলে থাকা বসতবাড়ী হতে তার প্রাপ্য ১৩ শতক জমি অন্যের নিকট বিক্রি করে দেয়। বিভিন্ন দপ্তরে অভিযোগের ভিত্তিতে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ও দুই মেম্বর ইউনুছ আলী মোড়ল ও এসএম মোস্তাফিজুর রহমান বড় ভাই আছির উদ্দীন দূস্কৃতিকারী ও আইন অমান্যকারী উল্লেখ করে ছোট ভাই আজিরুদ্দীনের অনুকূলে প্রতিবেদন দিয়েছে। এদিকে আইন ও শালীস উপেক্ষা করে বড় ভাই আছির উদ্দীন হাউলী মৌজায় আজিরুদ্দীনের প্রাপ্য জমি বুঝে না দিয়ে বিভিন্ন তালবাহানা করে আসছে। এ ব্যাপারে আজিরুদ্দীন বাদী হয়ে গত ১৩ জুলাই বড় ভাই আছির উদ্দীনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিষ্পত্তি করার লক্ষে থানা থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল ও কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজুর উপর দায়িত্ব অর্পন করা হয়েছে। তবে তারা এখনো বিষয়টি নিষ্পত্তি করতে পারেন নি বলে সরেজমিন গেলে জানাযায়। আজিরুদ্দীন বলেন, আমি বড় ভাইকে ভাগ-বাটোয়ারা নিয়ে অনেক বুঝিয়েছি। কিন্তু সে পরের কথা মতন চলে। আমি তাকে আমার বসতবাড়ীর ১৩ শতক জমির পরিবর্তে  হাউলী মৌজায় ৩৩ শতক জমি ও নগদ ৬০ হাজার টাকা দিতে চেয়ে ছিলাম। কিন্তু পরের কথা শুনে সে আমার প্রস্তাবে রাজি না হয়ে উল্টো আমার বসতবাড়ীর জমি অন্যের নিকট বিক্রি করে দিয়েছে। এখন হাউলী মৌজায় আমার প্রাপ্ত সম্পত্তি বুঝে না দিয়ে সে তালবাহানা করে আসছে। সরেজমিন গেলে এমন প্রস্তাবের কথা স্বীকার করে বড় ভাই আছির উদ্দীন জানান, প্রস্তাবটি আমার জন্য ভাল ছিল। তবে নানা কারণে তা আমি মেনে নেয়নি। আর হাউলী মৌজায় ছোট ভাইয়ের যে সম্পত্তি রয়েছে তা সামনের অংশে পুকুর থাকায় সমাধান হচ্ছে না। তবে থানার দায়িত্ব প্রাপ্ত দুই প্রতিনিধি উভয়ের খরচে পুকুরের মধ্যে যাতায়াতের রাস্তা তৈরী করার কথা বলেছে। আর এটা মেনে নিলে দুই ভাইয়ের মধ্যে কোন সমস্যা থাকবে না বলে তিনি জানান।

পাইকগাছা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
বিএনপি’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারা মুক্তি দিবস পালন উপলক্ষে পাইকগাছা উপজেলা বিএনপি’র এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র প্রথম যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, বিএনপি নেতা সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, শামছুল আলম পিন্টু, শেখ ইমাদুল ইসলাম, মাসুম বিল্লাহ কাগুজী, তুষার কান্তি মন্ডল, প্রণব মন্ডল, সাইফুল ইসলাম তারিক, মোঃ আবুল হোসেন, এসএস আবু বক্কর সিদ্দিকী, মিজান জোয়াদ্দার, প্রভাষক সুজিত মন্ডল, ইকবাল হোসেন, আসাদুজ্জামান ময়না, সরদার তোফাজ্জেল হোসেন, আনারুল কাদির, হাবিবুর রহমান মোল্লা, শেখ আব্দুল গফুর, ইব্রাহিম গাজী, মীর শাবান আলী, আবু মুছা, সরদার ফারুক আহম্মেদ, সায়েদ আলী বাবলা, মফিজুল ইসলাম টাকু, এসএম মোহর আলী, সাজ্জাত আহম্মেদ মানিক, মোঃ আবু হানিফ, মশিউর রহমান মিলন, মোঃ আলাল, মোঃ হযরত আলী, মুনছুর গাজী, বাবুল সরদার, মাসুম হাজরা, শেখ ইব্রাহিম, শেখ আবু তালেব, শেখ বেলাল, এসএম জামশেদ, ইসরাফিল আহম্মেদ, সাইফুল ইসলাম, মোঃ কামাল হোসেন, ইউনুছ আলী মোল্যা, নূর আলী গোলদার, সাদ্দাম গাজী, জিয়াউর রহমান, মোঃ আব্দুল কুদ্দুস, হারুন সরদার, মোঃ রাজ্জাক, শেখ বাবু, মোঃ ওবাই দুল্লাহ, শেখ তৈহিদ, মোঃ রেজাউল, মোঃ বিপ্লব, মোঃ আলমগীর ও মোঃ সোহেল।

শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

পাইকগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

প্রেস ডেস্ক নিউজ ॥
পাইকগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক সভা শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ, সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এসএম বাবুল আক্তার, সাহিত্য বিষয়ক সম্পাদক প্রমথ রঞ্জন সানা ও মোঃ রবিউল ইসলাম। সভায় কার্যনির্বাহী কমিটির একজন সদস্যের সদস্য পদ বাতিল করায় উক্ত পদটি শূন্য ঘোষণা করা হয়। এছাড়া সভায় প্রেসক্লাবের উন্নয়ন কল্পে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

ক্যান্সারে আক্রান্ত নাজেমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র নাজেম গাজী (৩৫) বাঁচার আকুতি জানিয়ে চিকিৎসার জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। বর্তমানে তিনি ঢাকার মহাখালীস্থ ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাজেম পাইকগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের মান্দু গাজীর ছেলে। হতদরিদ্র নাজেমের কোন জায়গা-জমি না থাকায় পরিবার-পরিজন নিয়ে পৌর এলাকার ওয়াপদার ধারে বস্তিতে বসবাস করে আসছেন। গত দেড় মাস আগে নাজেমের শরীরে ক্যান্সার ধরা পড়ে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা শেষে তাকে ঢাকার মহাখালীস্থ ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। উন্নত এ চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষ টাকার প্রয়োজন, যা হতদরিদ্র নাজেমের পক্ষ থেকে যোগাড় করা সম্ভব নয়। এ জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট ০১৯২১-৭৭৩৮০১ (পার্সোনাল) বিকাশ নম্বরে সাহায্যের আবেদন জানিয়েছেন নাজেম ও তার পরিবার।

পাইকগাছায় ১৫০ পিচ ইয়াবা সহ দুই বিক্রেতা আটক

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা থানা পুলিশ ১৫০ পিচ ইয়াবা সহ দুই বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে পৌরসভার সরল তেলপাম্প এলাকা থেকে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের করিম সানার ছেলে বাবু সানা (২৬) ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাঁটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল (৩৫)কে ১৫০ পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক করেন বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

পাইকগাছা পৌরসভার আরসিসি রাস্তার গাইডওয়াল নিম্নমানের ইট, বালি, খোয়া ব্যবহারের অভিযোগ : স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছা পৌরসভায় ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন আরসিসি ঢালাই রাস্তার গাইডওয়াল অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পৌর প্রকৌশলী তথ্য গোপনের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ জনবহুল এলাকা বাগদা চিংড়ি বিপণন মার্কেট সংলগ্ন স্থানে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ১৩ লাখ টাকা ব্যয়ে দু’দফায় আরসিসি ঢালাই রাস্তার ইটের গাইডওয়ালের কাজ করছেন। স্থানীয় বাসিন্দা এ্যাডঃ আমিনুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম ও শেখ রাজু আহমেদ সহ এলাকাবাসী অভিযোগ করেছেন গাইডওয়ালের রাস্তায় অত্যন্ত নিম্নমানের ইট, বালি, সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় তারা শুক্রবার নির্মাণ কাজ বন্ধ করে দেন। স্থানীয় কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রঞ্জু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যম কর্মীদের সাথে এ কথা স্বীকার করেন। এরপরও শনিবার অজানা কারণে আবারো নির্মাণ কাজ শুরু হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয়। এক পর্যায়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌছালে স্থানীয়দের তোপের মুখে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে পৌর প্রকৌশলী নুর আহম্মেদের মোবাইলে জানতে চাইলে তিনি কর্মস্থলে নতুন যোগদানের কথা জানিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্যাদি গোপন করার চেষ্টা করেন। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার বলেন, নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠায় কাউন্সিলররা কাজ বন্ধ করে দিয়েছে।

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

পাইকগাছায় আ’লীগনেতার ছেলে ও দিন মজুরের মেয়ে নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় আ’লীগ নেতার ছেলে ও দিন মজুরের মেয়ে কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে। গত ১ সপ্তাহেও তাদের দু’জনের কোন খোঁজ মেলেনি। ছেলে-মেয়ে নিখোঁজের ঘটনায় দুই পরিবার একে অপরকে দোষারোপ করছে। আবার অনেকেই বলছেন, প্রেমজ সম্পর্কের সূত্র ধরে তারা দু’জনই অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে পারে। এদিকে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কপিলমুনি প্রেসক্লাবে লিখিত আবেদন করেছেন কলেজ ছাত্রীর মা।
প্রাপ্ত অভিযোগ ও সরেজমিন গেলে, উপজেলার কাজী মুছা গ্রামের কলেজ ছাত্রীর মা জানান, আমরা অত্যান্ত গরীব মানুষ, অনেক কষ্ট করে একমাত্র মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি। সে উপজেলা সদরের ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার দিন গত ৬ আগস্ট দুপুর ১২টার পর থেকে আমার মেয়েকে খুজে পাচ্ছিলাম না। এরপরের দিন সন্ধ্যায় হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শেখ বেনজির আহম্মেদ বাচ্চুর স্ত্রী আমাদের বাড়ীতে এসে হুমকি দেয়। তিনি বলেন, তোমার মেয়ে আমার ছেলেকে নিয়ে পালিয়েছে। রাতের মধ্যে ছেলে তৌহশিককে ফেরৎ না দিলে তোমাদের বিরুদ্ধে গুম মামলা করা হবে। কলেজ ছাত্রীর এ মা কান্না জড়িত কণ্ঠে বলেন, প্রতিপক্ষ আ’লীগনেতার ছেলে ফুসলিয়ে আমার অপ্রাপ্ত বয়স্ক, সহজ-সরল মেয়েকে নিয়ে পালিয়েছে। অথচ তারা প্রভাবশালী হওয়ায় আমাদেরকে হুমকি দিয়ে চাঁপের মধ্যে রেখেছে যাতে আমরা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে না পারি। প্রতিপক্ষদের ভয়ে আমরা প্রতিটি সময় আতঙ্কের মধ্যে রয়েছি। আমার স্বামী পরের লীজ ঘেরে দিন মজুর হিসাবে কাজ করে থাকে। আমাদের কোন টাকা পয়সা না থাকায় মেয়েকে উদ্ধারের ব্যাপারে আইনের আশ্রয় নিতে পারছি না। পাশাপাশি প্রতিপক্ষ আ’লীগ নেতার স্ত্রী হুমকি দেওয়ায় বিভিন্ন হয়রানী মূলক মামলার ভয়ে আতঙ্কেও রয়েছি। তিনি তার একমাত্র মেয়েকে ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আশুহস্তক্ষেপ কামনা করেন। ঘটনার পর হতে এ নিয়ে এলাকায় চলছে নানান জল্পনা-কল্পনা। এ ব্যাপারে আ’লীগনেতা শেখ বেনজির আহম্মেদ বাচ্চুর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি কিংবা তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ধরণের ঘটনায় দু’পরিবারের কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

পাইকগাছায় চাকু সহ দুই যুবক আটক

পাইকগাছা প্রতিনিধি ॥
 পাইকগাছায় থানা পুলিশ চাকু সহ দুই যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, বৃহস্পতিবার রাতে এসআই মোমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের সরল দীঘির পূর্ব পাশের ঘাট এলাকা থেকে ৫নং ওয়ার্ডের রবিউল মিস্ত্রীর ছেলে ইমন মিস্ত্রী (২০) সহ দুই যুবককে চাকু সহ হাতেনাতে আটক করে। এ সময় অন্যান্য কয়েকজন যুবক পালিয়ে যায়। এ ঘটনায় আটক দুই যুবক সহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। যার নং- ২৭, তাং- ১৮/০৮/১৭ ইং।

পাইকগাছায় গৃহবধুর আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধু গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মৃত্যুদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার সোলাদানা গ্রামের দেবাশীষ সরদারের স্ত্রী হীমা সরদার (২৫) গত বৃহস্পতিবার বিকালে নিজ বসত ঘরের আড়ায় গলাই ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাশার জানিয়েছেন। পারিবারিক কলহের কারণে হীমা আত্মহত্যা করতে পারে বলে তার পরিবার সূত্র জানিয়েছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, শুক্রবার হীমার মৃতদেহ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। যার নং- ২৯, তাং- ১৭/০৮/১৭ ইং।

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

পাইকগাছা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা যুগ্ম-আহবায়ক শেখ রনি ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, জেলা সৈনিক লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন সরদার, অরূপ রায়, চম্পা রানী রায়, দিজেন্দ্র নাথ মন্ডল, পলাশ রায় ও বিবেকানন্দ ধর।

পাইকগাছায় দূর্নীতির বিরুদ্ধে শত শত শিক্ষার্থীর শপথ গ্রহণ

ক্যাম্পাস প্রতিনিধি।।
দূর্নীতিকে না জানিয়ে দূর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছেন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সততা ষ্টোর এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শত শত শিক্ষার্থী দূর্নীতির বিরুদ্ধে শপথ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, দূর্নীতি দমন কমিশন খুলনার উপ-সহকারী পরিচালক মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেন, সহ-সভাপতি উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রভাষক ময়নুল ইসলাম, জামিনুর ইসলাম, নিজাম উদ্দীন। শিক্ষক আব্দুল ওহাব এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক পঞ্চানন সরকার, অরবিন্দ হাজরা, ফজলুল আজম, প্রণব বিশ্বাস, রোকনুজ্জামান, দিপংকর ফৌজদার, আনন্দ মন্ডল, শিক্ষার্থী কামরুন নাহার মুনমুন, পূজা বসু, নাফিসা আনজুম হৃদি, ফারহানা, আয়শা আক্তার বীথি ও তাসমিয়া ইসলাম চাঁদনী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিক্রেতা ছাড়ায় সততা ষ্টোর থেকে শিক্ষার্থীরা নগদ মূল্যে বিভিন্ন পন্য ক্রয় করেন।

পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী দারুণমল্লিক-খুলনা সড়কের ১শ ফুট এলাকা জুড়ে ডেবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা; দ্রুত সংস্কারের দাবী

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী দারুণমল্লিক-খুলনা সড়কের রায়পুর নামক স্থানে ১শ ফুট এলাকা জুড়ে রাস্তা ডেবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। জেলা শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম ক্ষতিগ্রস্থ সড়কটি জরুরী ভিত্তিতে সংস্কার সহ কালভার্ট নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা সহ দাকোপ ও বটিয়াঘাটার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে দারুণমল্লিক-খুলনা সড়ক। স্থানীয় সরকার বিভাগের আওতায় সড়কটির বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ানের রায়পুরস্থ নামক স্থানে মরাভদ্রা নদীর উপর পানি সরবরাহের জন্য একটি পাইপ রয়েছে। পুরাতন পাইপটি ভেঙ্গে যাওয়ায় সড়কের ১শ ফুট এলাকা জুড়ে ডেবে গেছে। যার ফলে গত তিন দিন যাবৎ সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে জেলা শহরে যাতায়াতের জন্য চরম ভোগান্তিতে রয়েছে অত্র এলাকার হাজার হাজার মানুষ। মটরসাইকেল চালক সুকৃতি বিশ্বাস জানান, এটি অত্র এলাকার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কে মটরসাইকেল চালিয়ে কয়েক’শ পরিবার জীবিকা নির্বহ করে থাকে। ইজিবাইক চালক সুশান্ত রায় জানান, সড়কটি ক্ষতিগ্রস্থ হওয়ায় গত ৩ দিন যাবৎ কোন যানবাহন চলছে না। এতে সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়েছে শত শত যানবাহন চালক। শিক্ষক দীলিপ রায় জানান, অতি সহজে এ সড়ক দিয়ে এলাকার মানুষ জেলা শহরে যাতায়াত করে থাকে। বর্তমানে এলাকাবাসীর যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, সড়কের ক্ষতিগ্রস্থ স্থান বটিয়াঘাটা উপজেলার আওতায় পড়েছে। এ জন্য ওই উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংস্কারের উদ্যোগ নিতে হবে। সংস্কারের ব্যাপারে দীর্ঘদিন চেষ্টা করা হচ্ছে। কিন্তু সবাই আশ্বাস দিলেও এ পর্যন্ত সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কেউ। সড়ক দিয়ে এক দিকে যেমন যানবাহন চালিয়ে শত শত পরিবার জীবিকা নির্বাহ করে থাকে তেমনি এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এ সড়ক। সড়কের ক্ষতিগ্রস্থ স্থান সংস্কার করা সহ উক্ত স্থানে একটি কালভার্ট নির্মাণ জরুরী হয়ে পড়েছে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানান।

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ডেস্ক নিউজ ॥
নারায়ণগঞ্জ সদর উপজেলা রিসোর্স সেন্টার ও কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে সদর উপজেলার ফতুল্লা শিবু মার্কেটস্থ কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুনের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও খুলনার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান সুরাইয়া ইসলাম। দোয়া মাহফিল, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

রাজ্জাক সভাপতি, উৎপল সম্পাদক ((((((পাইকগাছ-কয়রা-আশাশুনি কলেজ ভূগোল শিক্ষক সমিতি গঠন))))

পাইকগাছা প্রতিনিধি ॥
আব্দুর রাজ্জাককে সভাপতি ও উৎপল কুমার বাইনকে সাধারণ সম্পাদক করে পাইকগাছা-কয়রা-আশাশুনি কলেজ ভূগোল শিক্ষক সমিতি গঠন হয়েছে। সোমবার পাইকগাছা কলেজে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় আগামী ২ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পাইকগাছা কলেজের ভূগোল বিভাগের অবঃ সহকারী অধ্যাপক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি বিমান চন্দ্র রায়, মোঃ মোমিনুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নিরাকুল মন্ডল, নির্বাহী সদস্য যথাক্রমে-সরদার নজরুল ইসলাম, তরুন কুমার দাশ, মানিক চন্দ্র রায়, মশিউর রহমান ও তপন কুমার মন্ডল। তিন উপজেলার কলেজ ভূগোল শিক্ষক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের অভিনন্দন।

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত-১; থানায় মামলা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় একজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
থানায় মামলা সুত্রে জানা গেছে, উপজেলার দীঘা গ্রামের মৃত কালিপদ মন্ডল এর ছেলে তপন কুমার মন্ডলদের সাথে তাদেরই শরিক রনজিৎ মন্ডলের ছেলে স্বপন কুমার মন্ডল, মৃত রামেশ্বর মন্ডলের ছেলে রনজিৎ মন্ডলদের দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় স্থানীয়ভাবে শালিশী বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ গত শনিবার দুপুরের দিকে স্বপন মন্ডল, রনজিত মন্ডলরা জোর করে তপন মন্ডলদের বাড়ীর সীমানায় প্রবেশ করলে তপন মন্ডলের ছেলে রবীন্দ্রনাথ মন্ডল বাঁধা দিলে মারপিটের ঘটনা ঘটে। এ সময় রবীন্দ্রনাথ মন্ডল আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তপন মন্ডল বাদী হয়ে স্বপন মন্ডল, রনজিৎ মন্ডল, দিপালী মন্ডল এর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের নামে গত রবিবার থানায় মামলা করেছে।

পাইকগাছার সোলাদানা ইউনিয়নের নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় অবশেষে বিদ্যুৎ সুবিধার আওতায় এলো সোলাদানা ইউনিয়নের ৯শ পরিবার। সোমবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। সোলাদানা বাজার চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগনেতা আবুল বাশার বাবুল সরদার, ইউপি সদস্য কল্যাণী মন্ডল, নাছিমা আক্তার, আবু সাঈদ মোল্লা, আনিছুর রহমান সানা, ঠাকুরদাশ সরদার, হাফেজ আব্দুস সবুর, আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম সানা, মাহবুব জোয়াদ্দার, সাংবাদিক ইমদাদুল হক, পল্লী বিদ্যুতের লাইন ম্যান সমীর কুমার ঘোষ, নাজমুল দর্জি, আব্দুল হালিম বিশ্বাস, মোহর আলী সরদার, আব্দুস সালাম সানা, মোহাম্মদ আলী গাজী, নূরুল ইসলাম গাজী, মোল্লা আনিসুল হক, আজিবর রহমান খান, লিয়াকত আলী খান, আমিরুল ইসলাম রাজু, মনি শংকর, উজ্জ্বল, পলাশ, রমেশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে শোক র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০ টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। ১১ টায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে লোনাপানি কেন্দ্র জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও গির্জায় প্রার্থনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা গাজী মোহাম্মদ আলী, শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, অধ্যক্ষ লুৎফর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, নাহার আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, ওসি আমিনুল ইসলাম, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আব্দুল গফফার, এমপি পুত্র শেখ রাশেদুল ইসলাম রাসেল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, ছাত্রলীগ সভাপতি এসএম মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, শিক্ষার্থী প্রচেতা জামান নিধি, সুমাইয়া রহমান তিশা, আসির ফয়সাল ও মুশফিকু জান্নাত মৌসি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুরূপভাবে পৌরসভার মাঠে অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, রতন কুমার ভদ্র, এমপি পুত্র ও যুবলীগনেতা শেখ রাশেদুল ইসলাম রাসেল সহ সংগঠনের নেতৃবৃন্দ। শহিদ গাজী শামছুর রহমান স্মৃতি সংসদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এসএম মোজাম্মেল হক, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, ফরহাদ নেওয়াজ শিমু, ফরিদ নেওয়াজ হিমু, আব্দুস সামাদ, আজহারুল ইসলাম পল্টু, সোহরাব গাজী, সাইদুল গাজী, প্রজিত কুমার, সবুর গাজী, মিন্টু ও রাজু। সন্ধ্যায় বনানী সংঘ কার্যালয়ে অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ স্ব-স্ব ইউনিটে দিনটি পালন করে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি পুত্র বিশিষ্ট সমাজসেবক শেখ রাশেদুল ইসলাম রাসেল। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মসিয়ার রহমান, সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, সম্পাদক রায়হান পারভেজ রনি, কলেজ ছাত্রলীগের সভাপতি মনোজ মন্ডলসহ কপিলমুনি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

পাইকগাছায় মাদকসেবী ৩ যুবক আটক

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় মাদকসেবী ৩ যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। রোববার বিকালে থানার এসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর বাজারে অভিযান চালিয়ে মাদকসেবন করার অভিযোগে বাতিখালী গ্রামের নিখিল মন্ডলের ছেলে চন্দ্র মন্ডল (২৭), এসএম শহীদুল্লার ছেলে সাফাত ইসলাম হিরো (২৬) ও ভিলেজ পাইকগাছা গ্রামের রজব গাজীর ছেলে ইকরামুল গাজী (২১)কে আটক করে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটককৃতদের কাছে কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি। সেহেতু তাদেরকে সোমবার সকালে ৩৪ ধারায় প্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পাইকগাছায় প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবন্ধীর বসতবাড়ীর নির্মাণাধীন কাজে বাঁধা দেওয়ার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবন্ধীর বসতবাড়ী নির্মাণাধীন কাজে বাঁধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আদালতের রায়, ডিক্রি ও স্থায়ী নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও প্রতিপক্ষের বাঁধার কারণে নির্মাণাধীন ভবনের কাজ শেষ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন শারীরিক প্রতিবন্ধী আরমান গাজী। জানাগেছে, উপজেলার কমলাপুর গ্রামের মৃত আরশাদ গাজীর পুত্র আরমান গাজী জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। সে শৈববে পিতা-মাতা হারিয়ে এতিম অবস্থায় ৩৫ বছর প্রতিবন্ধী জীবন-যাপন করছেন। পৈত্রিক সূত্রে কমলাপুর মৌজার এস,এ ২২৫ খতিয়ান, সাবেক ৩২১, বর্তমান ডি.পি ২২১ নং দাগে ৭ শতক জমি বর্তমান জরিপে প্রতিবন্ধী আরমানদের দুই ভাইয়ের নামে প্রাপ্য হয়। উক্ত সম্পত্তির আংশিক জমি নিয়ে প্রতিবেশী আতিয়ার রহমান গংদের সাথে বিরোধ চলে আসছে। যা নিয়ে মুনসেফ আদালতে দেঃ ২০৪/৬৫ মামলা হলে ৭ শতকের উপর রায়, (ডিক্রি) ৫ শতকের উপর স্থায়ী নিষেধাজ্ঞা ও ২ শতক বেদখল দেখানো হয়। এদিকে ভোগ দখলে থাকা জমির উপর আরমান ও তার ছোট ভাই আনোয়ার হোসেন পাকা ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষদের দ্বারা বাঁধাগ্রস্থ হয়। এ কারণে দীর্ঘ ৭ বছরেও ভবনের কাজ শেষ করতে পারেনি বলে অভিযোগ করেন প্রতিবন্ধী আরমান ও এলাকাবাসী। স্থানীয় নজরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী আরমান গাজীর থাকা, খাওয়ার কোন ব্যবস্থা নেই। এ কারণে সে পার্শ্ববর্তী ফারুক গাজীর বাড়ীতে মাসে ১২শ টাকা দিয়ে খাওয়া-দাওয়া ও জীবন-যাপন করে। এ ব্যাপারে আতিয়ার রহমান গাজী জানান, আমি একজন সরকারি চাকুরীজীবি। অন্যের সম্পত্তিতে আমার কোন লোভ নেই। প্রতিবন্ধী আরমান নিজ জমিতে ঘর করছে আমি কেন বাঁধা দেবো। তার জমি কম থাকলে সরকারি সার্ভেয়ার দ্বারা আইলসীমানা নির্ধারণ করে নিলে আমি তাদের সহযোগিতা করব বলে তিনি জানান।

পাইকগাছায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, মাঙ্গলিক শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার সকালে সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দির চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় জন্মাষ্টমী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, এমপি পুত্র ও যুবলীগনেতা শেখ রাশেদুল ইসলাম রাসেল, সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, যুগোল কিশোর দে, মুরারী মোহন সরকার, হেমেশ চন্দ্র মন্ডল, সুকৃতি মোহন সরকার, সাংবাদিক বি সরকার, øেহেন্দু বিকাশ, জগদীশ চন্দ্র রায়, মৃত্যুঞ্জয় সরদার, এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, দেবব্রত রায়, রবীন্দ্রনাথ কর্মকার, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, বাবু রাম মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, উত্তম দাশ, আসিফ ইকবাল রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিয়ার রহমান, স্বপন চক্রবর্তী ও রণজিৎ কুমার আচার্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মাঙ্গলিক শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযানের অংশহিসাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে দেলুটির দারুণমল্লিক ডি এইচ কে মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পলাশ রায়, প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী, গোপাল চন্দ্র মন্ডল, নিত্যনন্দ মন্ডল, ইউপি সদস্য নিরাপদ দফাদার, আশিষ হালদার, চঞ্চলা মন্ডল, ডালিম রায়, আ’লীগনেতা নলিনাক্ষ নাথ বৈদ্য, তরুণ কান্তি সরকার, রাম টিকাদার, স্বরদিন্দ মজুমদার, শিক্ষার্থী তমা রায় ও সুমন্ডল বিশ্বাস। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড প্রদর্শন করেন।

পাইকগাছা উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক কামাল উদ্দীন, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল গফফার, অজিত কুমার সরকার, আশুতোষ কুমার মন্ডল, রবীন্দ্রনাথ রায়, নূরুজ্জামান, রেজাউল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, ইমদাদুল হক, প্রভাষক ময়নুল ইসলাম, রেবা আক্তার কুসুম, যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, মাওঃ শহিদুল ইসলাম, শামছুদ্দীন, রইসুল ইসলাম, নবলোক প্রতিনিধি ময়নুদ্দীন শেখ ও উত্তরণ প্রতিনিধি লোকমান হোসেন। সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

পাইকগাছায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক কামাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, রমেন্দ্রনাথ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, প্রকাশ চন্দ্র মন্ডল, সরল আইপিএম ক্লাবের সাধারণ সম্পাদক অনুকূল ব্যানার্জী, নার্সারী সমিতির সভাপতি জিয়াউর রহমান, মালথ সিআইজি গ্র“পের সভাপতি লতিফা সুলতানা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য, মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে।

পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় আটক- ১; ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় পুলিশ অপহরণকারী একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে আদালতে সোপর্দ ও ভিকটিমকে জবানবন্দী শেষে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে।
    থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের আকরামুল ফকিরের ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম ফকির (১১)কে সোমবার সকাল ১১টার দিকে চাঁদখালী শামছুল উলুম মাদ্রাসা এলাকা থেকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম শিকারী ও তার সহযোগী মটর সাইকেল চালক গিলাবাড়ী গ্রামের শামছুর গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী অপহরণ করে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দু’উপজেলার সীমান্তবর্তী আমাদী ব্রীজ এলাকা থেকে স্থানীয় জনতা ও আমাদী ফাড়ি পুলিশ ভিকটিম ইব্রাহিমকে উদ্ধার ও অপহরণকারী সাইফুলকে আটক করে পাইকগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায়  ভিকটিম ইব্রাহিমের পিতা আকরামুল ফকির বাদী হয়ে থানায় অপহরণ মামলা করে। যার নং- ১৩, তাং ৭/৮/১৭ ইং। এ ব্যাপারে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানিয়েছেন, অপহরণকারী দু’জনের মধ্যে রফিকুল পালিয়ে গেলেও সাইফুল ইসলামকে আটক করা হয়। মঙ্গলবার সকালে ৩ দিনের রিমান্ড আবেদন চেয়ে আটক আসামী সাইফুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে আদালতের বিজ্ঞ বিচারক ২২ ধারায় জবানবন্দী শেষে ভিকটিম ইব্রাহিমকে তার পরিবারের হেফাজতে দিয়েছে।

সোমবার, ৭ আগস্ট, ২০১৭

পাইকগাছায় যুবলীগের মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি চায় নেতাকর্মীরা; প্রত্যাশীদের তালিকা আসছে

পাইকগাছা উপজেলা যুবলীগের মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির দাবীতে পদ প্রত্যাশীরা ইতোমধ্যে নড়ে চড়ে বসছে। উল্লেখ্য ২০০৪ সালের ২৭ জানুয়ারী সর্বশেষ সম্মেলন হয় উপজেলা যুবলীগের। সম্মেলনে এসএম শামছুর রহানকে সভাপতি ও কাজল কান্তি বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দলীয় গুরুত্বপূর্ণ সহযোগী এ সংগঠনেরও গত ১৩ বছরে সম্মেলন করা সম্ভব হয়নি। উপজেলার পরিশ্রমি ও ত্যাগী নেতাকর্মী অবিলম্বে যুবলীগের সম্মেলনের দাবীতে স্বোচ্ছার হয়ে উঠছে।

এ উপজেলায় যুবলীগের পদ প্রত্যাশীদের
নামের তালিকাসহ আসছে...................(আগামীকাল) চোখ রাখুন

পাইকগাছায় শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা পৌর সদরের শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই’শ শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচির আওতায় এ খাবার পরিবেশন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, পূজা পরিষদ নেতা বাবু রাম মন্ডল, ডাঃ সঞ্জীব কুমার সরকার, শিক্ষক শিল্পী পারভীন, সাধনা সরকার, সুরাইয়া ইয়াসমিন, পাপিয়া বেগম, রিমি আক্তার, দীপক কুমার মন্ডল ও সরজিৎ মন্ডল। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু রাম মন্ডল বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীকে খাবার সরবরাহ করেন।

পাইকগাছায় ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারী রাস্তা ক্ষতিগ্রস্থ করে জোরপূর্বক মৎস্য চাষ করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় এক ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে জমির মালিকের হারির টাকা না দিয়ে সরকারী রাস্তা ক্ষতিগ্রস্থ করে জোরপূর্বক মৎস্য চাষ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
    মামলা সূত্রে জানা যায়, উপজেলার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের মৃত রহমান গাজীর ছেলে মান্দার আলী গাজী, চারবান্দা মৌজার ১৩০ খতিয়ানের এসএ ৩৩৬ ও ৪৪১ দাগের নিজের ৬ বিঘা জমি পার্শ¦বর্তী নারিকেলতলা (পাটকেলপোতা) গ্রামের মৃত কওছার আলী সানার ছেলে জুলফিকার আলী সানার নিকট ২০০৭ সাল হতে ২০১১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী লীজ দেন। ঘের ব্যবসায়ী জুলফিকার পরবর্তীতে ২০/০৪/২০০৮ সালে ৭৯৯ নং রেজিঃ চুক্তিপত্র বুনিয়াদে পুনরায় ১৪১৮ সন হতে ১৪২৫ সন পর্যন্ত ৭ বছর মেয়াদী চুক্তিপত্র করেন। উক্ত লীজ চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করায় মান্দার গাজী ২৮/০১/২০১৪ তারিখে ২৭৪ নং রেজিঃ লীজ দলিল বুনিয়াদে ঘোষণা পত্রের মাধ্যমে চুক্তিপত্র বাতিল করেন। কিন্তু জুলফিকার কোন নিয়ম কানুন তোয়াক্কা না করে হারির টাকা না দিয়ে উক্ত জমিতে জোরপূর্বক মৎস্য চাষ করায় মান্দার গাজীর পক্ষ থেকে তার বিরুদ্ধে লিগাল নোটিশ প্রদান করা সহ ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করা হয়। এমনকি স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের নির্দেশনা উপেক্ষা করে চারবান্দা- পাটকেলপোতা সড়কের ক্ষতিসাধন করছেন। ইতোমধ্যে সড়কের কয়েকটি স্থানের অর্ধেক জায়গা জুড়ে ঘেরের মধ্যে চলে যাওয়ায় যাতায়াত বন্ধ হাওয়া উপক্রম হয়েছে। এদিকে প্রথম ৫ বছর মেয়াদের ৬ হাজার টাকা হারী হিসাবে ১ লাখ ৮০ হাজার টাকা এবং পরবর্তী ৭ বছর মেয়াদে ১০ হাজার টাকা হারী হিসাবে ৪ লাখ ২০ হাজার টাকা এবং অন্যান্য ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা সহ মোট ৬ লাখ ৫০ হাজার টাকার মধ্যে এ পর্যন্ত জুলফিকার মান্দার গাজীকে ৯২ হাজার টাকা প্রদান করেছে। বাকী ৫ লাখ ৫৮ হাজার টাকা পরিশোধে নানা তালবাহানা করে আসছেন জুলফিকার আলী। অবশেষে এ ঘটনায় মান্দার গাজীর ছেলে আব্দুস সালাম গাজী বাদী হয়ে ঘের ব্যবসায়ী জুলফিকার আলী সানার বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র জুডিসিয়র ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ৩০০/১৭ নং মামলা দায়ের করেছে।

পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযানের অংশহিসাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে রাড়–লী আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের সভাপতি ও রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল মজিদ, রণজিৎ দাশ, ফারুক হোসেন, পলাশ দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সামাদ মোড়ল, সহকারী শিক্ষক মোস্তফা গোলদার, শিক্ষার্থী আল-কাদির ও ঐশি রহমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড প্রদর্শন করেন।

পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা থানা পুলিশ হাবিবুল্লাহ খোকা নামে এক সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। আসামী হাবিবুল্লাহ কয়রা উপজেলার ইসলামপুর গ্রামের লুৎফর গাজীর ছেলে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, হাবিবুল্লাহ’র স্ত্রী মাহফুজা বেগম তার বিরুদ্ধে কয়রার পারিবারিক আদালতে ১০/১৪ নং মামলা করেন। উক্ত মামলায় হাবিবুল্লাহর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এদিকে গতকাল সোমবার দুপুরে থানার এসআই আবু সাঈদ সঙ্গিয় ফোর্স নিয়ে পাইকগাছার গজালিয়াস্থ শ্বশুরবাড়ী থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করেন বলে থানার এ কর্মকর্তা জানিয়েছেন।

রবিবার, ৬ আগস্ট, ২০১৭

পাইকগাছায় ছাত্রলীগের প্রস্তুতি সভা

পাইকগাছা প্রতিনিধি॥
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগের এক প্রস্তুতি সভা রোববার বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজুর পরিচালননায় বক্তব্য রাখেন- যুবস্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা আসিফ ইকবল রনি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাফেজ উদ্দীন, কলেজ ছাত্রলীগের সভপতি মনোজ মন্ডল, সাধারণ সম্পাদক রমজান সরদারসহ আরো অনেকে। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা ও পৌর ছাত্রলীগের পক্ষ থেকে যৌথভাবে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পাইকগাছায় গ্রাম্য ডাক্তার ও ঔষধ বিক্রেতাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
অসংক্রামক রোগ প্রতিরোধ সচেতনা বিষয়ে গ্রাম্য ডাক্তার ও ঔষধ বিক্রেতাদের দ্বিতীয় ব্যাচের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান রোববার সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় এবং উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাইকার উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল ও ডাঃ সঞ্জয় মন্ডল, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যাশিয়ার নার্গিস বানু।

পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে শত শত শিক্ষার্থীর লালকার্ড প্রদর্শন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড দেখিয়েছেন শত শত শিক্ষার্থী। রোববার সকালে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত প্রচারাভিযান অনুষ্ঠানে ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে না জানিয়ে লালকার্ড দেখান। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক বিরেন্দ্র কিশোর মন্ডল, মোতাহার হোসেন, ইউপি সদস্য আবুল কাশেম, নাছিমা খাতুন, সহকারী শিক্ষক সমরেশ চন্দ্র ঢালী। বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল গফুর, সাংবাদিক ইমদাদুল হক, শিক্ষার্থী তুষার মন্ডল, তৌফিক আহম্মেদ, শান্তি সানা ও নন্দিতা রানী মন্ডল। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‌্যালী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়, চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয় ও এসএম মাজেদ নিু মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পাইকগাছায় যুবলীগের প্রস্তুতি সভা ভাড়াটে স্থানে আহবানের অভিযোগ এনে অনেক নেতাকর্মীরা সভায় যোগ না দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

পাইকগাছায় জাতীয় শোক দিবসের উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা 
বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় দীর্ঘদিন বাদে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভাকে কেন্দ্র করে দলীয় নেতার্মীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা গেলেও দলীয় কার্যালয় বাদে ভাড়াটে স্থানে সভা আহবানের অভিযোগ এনে অনেক নেতাকর্মীরা ঐ সভায় যোগ না দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার সকালে পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি এস,এম, শামছুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পাইকগাছা-কয়রা সংসদ সদস্য এ্যাডঃ শেখ নুরুল হক পরিবারের হজব্রত পালনে দোয়া, তার স্ত্রী মোমেনা হক ও ছেলে শেখ রফিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপনসহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম, মোস্তফা রশিদী সুজা এমপির রোগ মুক্তি কামনা করা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা, ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড যুবলীগের পদ পদবীধারী নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, জি,এম, ইকরামুল ইসলাম, এস,এম, রেজাউল হক, শেখ আতাউর রহমান, গৌরাঙ্গ মন্ডল, আব্দুর রাজ্জাক রাজু, মানবেন্দ্র মন্ডল, জাকির হোসেন, বিমল পাল, এস,এম, নুরুল ইসলাম, সুব্রত রায়, ইউনুছ মোড়ল, সুকুমার ঢালী, সঞ্জিব রায়, গাজী মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান মিন্টু। উপস্থিত ছিলেন, জি,এম, খালেকুজ্জামান, আনিছুর রহমান, শিমুল গাজী, রমজান আলী, আব্দুস সামাদ সরদার, মিজানুর বিশ্বাস, শাহরাবুল ইসলাম, এস,এম, হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, শেখ আজগর আলী, মিসেস নাজমা কামাল, কৃষ্ণপদ গাইন, মোঃ কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, খন্দকার মিজান, গোলজার রহমান, দেবাশীষ মন্ডল, রাজিব গোলদার, পার্থ সানা, মুজাহিদ প্রমুখ। এদিকে দীর্ঘ ৭ বছর পর দলীয় কার্যালয় রেখে ভাড়াটিয়া স্থানে প্রস্তুতি সভা আহবায়নের অভিযোগে উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুস সাত্তার, শেখ শহীদ হোসেন বাবুল, সোলাদানা ইউনিয়ন সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই, লতার সভাপতি বাবুলাল বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে এ সভায় যোগদান করেননি বলে জানান। সভায় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, দোয়া, আলোচনা সভা সহ কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হয়েছে বলে সংগঠণ সূত্রে জানা গেছে।

বুধবার, ২ আগস্ট, ২০১৭

পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের ১৫৬তম জন্মবার্ষিকী পালিত<<<বিজ্ঞানী পিসি রায়ের জীবন দর্শন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে

                                       বিজ্ঞানী পিসি রায় মানবতার জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন
পাইকগাছা প্রতিনিধি ॥
বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র স্যার পিসি রায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিজ্ঞানী পিসি রায় আমাদের গর্ব। একাধারে তিনি শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজসেবক, সমবায় আন্দোলনের পুরোধা ও রাজনীতিবিদ ছিলেন। রসায়ন শাস্ত্রের উপর তার গবেষণা সারা বিশ্বে প্রসংশিত হয়েছে। চিরকুমার এ বিজ্ঞানী তার অর্জিত সকল সম্পত্তি জনকল্যাণে দান করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাঙালি জাতির অহংকার ও গর্ব। বক্তারা বরেণ্য এ বিজ্ঞানীর জীবন দর্শন ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরা সহ বিজ্ঞানীর স্মৃতি বিজড়িত বসতবাড়ী সহ সকল প্রতিষ্ঠান দৃষ্টি নন্দন ও সংরক্ষণ করার আহ্বান জানান। বুধবার সকালে খুলনা-পাইকগাছার রাড়–লীস্থ বিজ্ঞানীর বসতবাড়ীতে জেলা প্রশাসন আয়োজিত স্যার পিসি রায়ের ১৫৬ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকাবাসী বিজ্ঞানীর বসতবাড়ীকে পর্যটন কেন্দ্র, তার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন ও বোয়ালিয়া ব্রীজ নামকরণ, প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও পাঠ্যপুস্তকে বিজ্ঞানীর জীবনী সম্পর্কিত অধ্যায় চালুকরার জন্য
দাবী জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহিদ উল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওছার আলী জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিজ্ঞানীর জীবন সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন করেন সাংবাদিক আমিরুল ইসলাম, মানপত্র পাঠ করেন মুক্তিযোদ্ধা আব্দুস সবুর। প্রভাষক ময়নুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মানবাধিকারকর্মী শেখ আমজাদ হোসেন, শংকর দেবনাথ, উত্তম কুমার দাশ, শাহিনা বাবর, এড. শফিকুল ইসলাম কচি, জিএমএম আজাহারুল ইসলাম, আহাদ আলী গোলদার, আরশাদ আলী বিশ্বাস, ইমান আলী ও আমিরুল ইসলাম। এরআগে অতিথিবৃন্দ বিজ্ঞানীর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করেন। সবশেষে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞানীর জন্মবার্ষিকীর উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার প্রেম কুমারের পক্ষ থেকে তার সমর্থকরা র‌্যালী বের করেন।